Suggest for who wants to be BCS Cadre, যারা ক্যাডার হবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা নিজের বর্তমান চাকরির অভিজ্ঞতা থেকে বলছি
 
১। রেজাল্ট পজিটিভ হওয়ার সাথে সাথে আপনার চারপাশের লোকজন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এবং সবাই বলবে কত দোয়া করেছি তোমার জন্য। আমরা জানতাম তুমি ভাল কিছুই করবে জীবনে হ্যান তেন ইত্যাদি। বাস্তবে তারা কোন দিন আপনার জন্য দোয়া করবে দূরের কথা কীভাবে আপনাকে টেনে নিচে নামানো যায় সেই চেষ্টা করত সবসময়ই।
 
২। আপনার সাবেক জিএফ বা যে আপনাকে জীবনেও তেমন কেয়ার করত না সেও রাতে আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে।
 
৩। যারা এডমিন হবেন তাদের নামের সাথে ম্যাজিস্ট্রেট শব্দটা যোগ হবে যেমন আমার নামের সাথে লেগে অাছে । আপনার এই ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার করে আপনার অপরিচিত মানুষ বলে বেড়াবে অমুক ম্যাজিস্ট্রেট আমার ভাইয়ের বন্ধু বা আমার বউয়ের মামাতো বোনের ভাই ইত্যাদি।
 
৪। সমাজে ছোট বড় এমন কোন অনুষ্ঠান নাই যে আপনাকে দাওয়াত দিবে না। সব অনুষ্ঠানে আপনি হবেন মধ্যমনি সবার।
 
৫৷ অনেক নতুন নতুন সুন্দরী মেয়ে অাপনাকে নক দিবে তখন পরামর্শে জন্য আবার অনেকে বিয়ের জন্যও দিবে৷ সাবধান থাকবেন ভুলেও রেজাল্টের আবেগে কোন মেয়ের সাথে রিলেশনে জড়াবেন না। কমপক্ষে ৬ মাস জানা শুনার পর সিদ্ধান্ত নিবেন৷ আপনি তখন রাতারাতি সবার আইডল হয়ে যাবেন।
 
৬৷ যে মেয়ে আপুরা অবিবাহিত থাকাকালীন ক্যাডার হবেন তারা প্রত্যেকে অসংখ্য বিয়ের অফার পাবেন বড় বড় অফিসার থেকে৷ এবং অাপনাদের জন্য অনেক প্রতিষ্ঠিত বর অপেক্ষা করছে এটা নিশ্চিত থাকুন।
 
৭৷ সবচেয়ে বড় জিনিস হল আপনার পরিবারের জন্য আপনি একটি সুন্দর পরিচিতি এনে দিতে পারবেন৷
 
৮৷ মাথা খুব শান্ত হয়ে যাবে কোন কথায় আপনার সহজে রাগ অাসবে না ।
 
৯৷ রেজাল্টের রাতে আপনার একদম ঘুম হবে না। সারারাত বিভিন্ন জনের অভিনন্দনরে রিপ্লাই দিতে দিতে শেষ হয়ে যাবে। এবং বিভিন্ন স্বপ্ন তখন উকি দিবে, Suggest for who wants to be BCS Cadre?
 
১০। সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে গেজেট হওয়ার অাগ পর্যন্ত এলাকার কেউ বিশ্বাস করতে চাইবে না অাপনার সত্যি ই জব হয়েছে। সবাই ভাববে অাপনি ভুয়া কথা বলছেন। এবং গেজেট কখন হবে শুনতে শুনতে বোরিং হয়ে যাবেন।
 
১১। সবচেয়ে অানন্দের বিষয় হচ্ছে তখন ফেইসবুকে একটা গ্রুপ খুলা হবে তখন ওই গ্রুপে কলিগরা রেজাল্ট পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত মনের আবেগ প্রকাশ করবে। এবং আপনার তখন অলাদা একটা পরিবার ও সার্কেল হবে ।
 
১২। রেজাল্ট প্রকাশিত হবার আগ পর্যন্ত কেউ নিশ্চিত নয় কে কে ক্যাডার হচ্ছে। তাই এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার বাবা মার দোয়া এবং নিজে বেশি বেশি নফল ইবাদত করুন কারণ দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়ে থাকে।
 
সবার জন্য শুভ কামনা রইল।
 
এস.এম. অালাউদ্দিন মাহমুদ

foreign cadre salary in bangladesh is the basic salary is 22,000. the almost foreign cadre salary in bangladesh is 35,000, if you have no child. But if you have 2 childs, you can get foreign cadre salary in bangladesh 36,000 bdt.