পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাস করে, কেমন আছো? যে আগে থেকেই ভালো আছে। তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বার পর্জন্ত হারিয়ে যায়।

কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি ‍মিষ্টি হয়, সে গাছকে তত বেশি পাথর ছোড়া হয়।

কখনো কারও মনে কষ্ট দিবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরও চিহ্ন থেকেই যায়।

দুটি চেহারা মানুষ কখনোই ভুলে না, একটি যে খারাপ সময়ে আপনার পাশে ছিল আর একটি যে খারাপ সময়ে আপনার সাথে থেকে চলে গিয়েছিল।

এই পৃথিবীতে সৃষ্টিকর্তার কি আজব খেলা, একাট চালের বস্তা যে উঠাতে পারবে, সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না।

মিষ্টি কথা নয় লবনের মতো তিক্ত কথা যে বলে সে আপনার প্রকৃত বন্ধু, ইতিহাস সাক্ষী আছে আজ পর্জন্ত লবনে কখনো পোকা ধরে নি।

জীবনে সফল হওয়ার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই আর এটা অনেক গভীর কথা তাই একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবেন।।

বাধা তো কেবল জীবিত লোকের সামনে আসে কারণ মৃত লোকের জন্য তে সবাই রাস্তা ছেড়ে দেয়।

চিন্তা এতটাই করুন যা কাজ হয়ে যায় আবার এতটাও নয়যে জীবন শেষ হয়ে যায়। কারও মনে আঘাত দেওয়ার পর, আপনার মনেও আসার জন্য প্রস্তুত থাকুন। কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি ফিরে পাবেন।

সবসময় নিজের মাঝে ভালো কিছু খুজুন, কারণ আপনার মধ্যে ভুল বের করার হাজারো লোক আছে।

চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্যে তো হাজারো লোক আছে।

শুনতে খারাপ লাগবে তবুও সত্যি যে টাকার অভাবে অনেক লোক পড়াশোনা ছেড়ে দেয়, নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্ত বিরি সিকারেট গারু গাজা গুটকা কেউ কখনোই ছাড়ে নাই।

লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হল একা থাকা কারণ এটাই আপনাকে শান্তি দিবে আর এটাই চরম সত্য।

সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়।

জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোট বেলায় কত সুন্দর ছিল তখন খেলনায় জীবন ছিল আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে।

যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই কেবল প্রফিট করতে পারে আর সেটা বিজনেসে হোক কিংবা সম্পর্কে হোক।

এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য ক্ষমতা কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে বাচা শিখে নিয়েছে।

কেউ ঠিকই বলেছে, কোন বয়সে রোজগার করবো আর কত বয়স পর্জন্ত পড়াশোনা করবো এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে।

কান্না করে কাউকে পাওয়া যায় না আর কাউকে হারিয়ে ভুলাও যায় না, সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্ত জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। সো নেভার ওয়াস্ট ইউর টাইম।

কিছও লোকের ধৈয্য হলো চুপ করে থাকা, যদিও এদের অনেক কিছু বলার থাকে কারণ তারপরও এরা চুপ থাকে কারণ এরা ঐসব লোকদের সঙ্গে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে । চুপ থাকা একটি সুন্দর অভ্যাস বিশেষ করে তখন, যখন আপনি খারাপ মানুষের মাঝে থাকেন। চুপ থাকা অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ জেদ রাগ ও ধন্যবাদ।

সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়।সে দুরে থাকুর কিংবা কাছে থাকুক। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার বড় কারণ হলো একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না।

উদ্দেশ্য আপনার যত ভালই হোক না কেন, লোক আপনাকে আপনার বাইরে দেখে বিচার করবে। আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, খোদা আপনাকে আপনার উদ্দেশ্য দেখে বিচার করবেন।

আপন সে হয় না, যে কান্না করার পরে আপনার কাছে চলে আসে। আপন তো সেই যে আপনাকে কান্না করতে দিবে না।

চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার একই কারণে সেই কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা খুশি শান্তি।

আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন তখন একটি ভালো ঘটনা ঘটে আর সেটা হলো আপনি শেষ পর্জন্ত সেই সকল মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলত সে আপনাকে খুবই গুরুত্ব দেয়।

জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়াও করে না।

খোদা বলে কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য দোআ করিও না কিন্ত তুমি যদি অন্যকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না ।

কারও মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না।