১। জাতীয় সংসদের ৩০০ নং আসন
ক)পঞ্চগড়
খ)বান্দরবান
গ)রাঙামাটি
ঘ) লালমনিরহাট
উত্তর: খ
২। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে
ক) জাতীয় সংসদ
খ) বিচার বিভাগ
গ) শাসন বিভাগ
ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৩। বর্তমানে আপিল বিভাগ নারী বিচারপতি আছেন কতজন?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তর: ক

৪। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে কোন বিভাগ?
ক) বিচার বিভাগ
খ) আইন বিভাগ
গ) সুপ্রিম কোর্ট বিভাগ
ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তর: খ
৫। বাংলাদেশের Real Executive কে?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) প্রধান বিচারপতি
ঘ) নির্বাচন কমিশনার
উত্তর: খ

৬। বাংলাদেশ সরকারের মোট কতটি অঙ্গ রয়েছে?
ক)২
খ)৩
গ)৪
ঘ)৬
উত্তর: খ

৭। কে জরুরী অবস্থা জারী করতে পারেন?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) জাতীয় সংসদ
ঘ) কোনটিই নয়
উত্তর: ক

৮। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংসদে ৫০ টি আসন সংরক্ষিত আছে?
ক)১৫
খ)১৬
গ)১৭
ঘ)১৮
উত্তর: গ

৯। বর্তমানে সংসদ উপনেতা কে?
ক) শেখ হাসিনা
খ) ড. শিরীণ শারমিন চৌধুরী
গ) সৈয়দা সাজেদা চৌধুরী
ঘ) জনাব রওশন এরশাদ
উত্তর: গ

১০। আপিল বিভাগে কতজন বিচারপতি আছেন?
ক)৬
খ)৭
গ)৯
ঘ)১৫
উত্তর: খ

১১। রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করান?
ক) প্রধানমন্ত্রী
খ) প্রধান বিচারপতি
গ) স্পিকার
ঘ) নির্বাচন কমিশনার
উত্তর: গ

১২। ড. মোহাম্মদ সাদিক স্যারকে কে শপথ পাঠ করিয়েছিলেন?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) প্রধান বিচারপতি
ঘ) স্পিকার
উত্তর: গ

১৩। জাতীয় সংসদের সভাপতি কে?
ক)প্রধানমন্ত্রী
খ) স্পিকার
গ) রাষ্ট্রপতি
ঘ) কেনটিই নয়
উত্তর: ক

১৪। জাতীয় সংসদের মোট আসন কতটি?
ক) ৩০০
খ) ৩৫০
গ) ৩১০
ঘ) ৪৫৭
উত্তর: খ

১৫। কোনটি কেন্দ্রীয় প্রশাসন?
ক) মন্ত্রণালয়
খ) বিভাগ
গ) জেলা
ঘ) উপজেলা
উত্তর: ক

১৬। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন বিভাগে যোগদান করেন?
ক) বিচার
খ) শাসন
গ) আইন
ঘ) সুপ্রিম কোর্ট
উত্তর: খ

১৭। এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে পদায়নকে বলা হয়
ক) লিয়েন
খ) প্রেষণ
গ) পদায়ন
ঘ) কোনটিই নয়
উত্তর: খ

১৮।বাংলাদেশ কী?
ক)ফেডারেশন
খ)কনফেডারেশন
গ) প্রজাতন্ত্র
ঘ) গণপ্রজাতন্ত্র
উত্তর: ঘ

১৯।জাতীয় সংসদ পরিচালিত হয় কোন rules অনুযায়ী?
ক)Rules of procedure
খ) Rules of Business
গ) Rules of Origin
ঘ) Rules of policy
উত্তর: ক

২০। প্রধানমন্ত্রী একজন
ক) VIP
খ) VVIP
গ) PVIP
ঘ) কোনটিই নয়
উত্তর: খ

২১। সামরিক কাজ কোন বিভাগের কাজ?
ক) আইন
খ) শাসন
গ) বিচার
ঘ) কোনটিই নয়
উত্তর: খ

২২। কে আইন প্রয়োগ করে?
ক) শাসন বিভাগ
খ) আইন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) কোনটিই নয়
উত্তর: ক
২৩। নিকার এর প্রধান কে?
ক)প্রধানমন্ত্রী
খ) নির্বাচন কমিশনার
গ) প্রধান বিচারপতি
ঘ) কোনটিই নয়
উত্তর: ক

২৪। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
ক) এ.এস.এম সায়েম
খ) আ. স. ম সায়েম
গ) নাজমুন আরা সুলতানা
ঘ) কোনটিই নয়
উত্তর: ক

২৫।মোবাইল কোর্ট আইন চালু হয় কত সালে?
ক)২০০৭
খ)২০০৮
গ)২০০৯
ঘ)২০১১
উত্তর: গ

২৬)পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3।পিতার বয়স 56 হলে,পুত্রের বয়স কত?
ক)12 খ)15 গ)14 ঘ)13
উত্তর: ক

২৭)দুটি সংখ্যার যোগফল 630।এদের অনুপাত 10:11 হলে,সংখ্যা দুটি কত?
ক)300 320 খ)320 250 গ)300 330 ঘ)330 200
উত্তর: গ

২৮)দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7।দ্বিতীয় টির মূল্য 84 টাকা হলে প্রথম টির দাম কত?
ক)60 খ)55 গ)65 ঘ)70
উত্তর: ক

২৯)একটি বিদ্যালয় এ ছাত্র ও ছাত্রীর অনুপাত 5:7 ।ছাত্রী সংখ্যা 350 হলে ছাত্র কত?
ক)150 খ)300 গ)200 ঘ)250
উত্তর: ঘ

৩০)পনির ও তপনের আয়ের অনুপাত 4:3।তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 হলে রবিনের আয় কত?
ক)70 খ)72 গ)75 ঘ)80
উত্তর: খ

৩১) 3:7=12:ক হলে,ক এর মান কত?
ক)28 খ)26 গ)21 ঘ)18
উত্তর: ক

৩২)বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক)7:22 খ)22:6 গ)22:7 ঘ)22:8
উত্তর: গ

৩৩)একটি রাশি অপর রাশির 64% হলে,রাশি দুটির অনুপাত কত?
ক)25:16 খ)16:25 গ)16:9 ঘ)9:16
উত্তর: খ

৩৪)15 টি গরুর মূল্য 5 টি ঘোড়ার মূল্যের সমান। 2 টি ঘোড়ার মূল্য 3000 টাকা হলে 3 টি গরুর মূল্য কত?
ক)1200 খ)1300 গ)1400 ঘ)1500
উত্তর: ঘ

৩৫)একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:1 । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
ক)2 খ)3 গ)4 ঘ)5
উত্তর: ক

৩৬)একটি ত্রিভুজের তিন টি কোণের অনুপাত 3:4:5।কোন তিনটির মান কত?
ক)30,60,90 খ)90,45,45 গ)45,60,75 ঘ)60,90,30
উত্তর: গ
৩৭)60 মিটার একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ কত?
ক)20 খ)14 গ)30 ঘ)16
উত্তর: ক

৩৮)দুটি রাশির অনুপাত 4:7। পূর্ব রাশি 24 হলে ,উত্তর রাশি কত?
ক)42 খ)49 গ)56 ঘ)64
উত্তর: ক

৩৯)ক,খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3। খ,গ অপেক্ষা 222 টাকা বেশি হলে ,ক এর বেতন কত?
ক)888 খ)777 গ)999 ঘ)333
উত্তর: খ

৪০)60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলেঅনুপাত টি 1:2 হবে?
ক)30 খ)40 গ)60 ঘ)50
উত্তর: গ

৪১। IMEI কী?
ক. International Mobile Equipment Identity
খ. Internal Mobile Equipment Identify
গ. International Mobile Equipment Identify
ঘ. কোনটা নয়
উত্তর: ক

৪২। মোবাইল প্রজন্ম কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৬
ঘ. ৪
উত্তর: ঘ

৪৩। GSM এর প্রথম ব্যবহার কোন প্রজন্মে?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: খ

৪৪। LTE এর প্রথম ব্যবহার কোন প্রজন্মে?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: ঘ

৪৫। বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কী?
ক. Java
খ. BlackBerry
গ. Apple
ঘ. IBM Simon
উত্তর: ঘ

৪৬। PDA এর পূর্ণরূপ কী?
ক. Pesonally Digital Assistant
খ. Personal Digital Assistance
গ. Personal Digital Assistant
ঘ. কোনটা নয়
উত্তর: গ

৪৭। এন্ড্রয়েড প্রথম বাজারে আসে কবে?
ক. ২০০৯
খ. ২০০৮
গ. ২০০৭
ঘ. ২০০৬
উত্তর: খ

৪৮। ক্যাথোড রশ্মি কী?
ক. UV Ray
খ. He
গ. Electron
ঘ. gumma ray
উত্তর: গ

৪৯। নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই?
ক. আল্ফা
খ. বিটা
গ. গামা
ঘ. পজিট্রন
উত্তর: গ

৫০। টেলিভিশন এ কোন তরংগ ব্যবহার হয়?
ক. মাইক্রোওয়েভ
খ.Low frequency
গ. High frequency
ঘ. গামা ওয়েভ
উত্তর: ক

৫১। রেডিও আইসোটোপ ব্যবহার হয়-
ক. পিত্তপাথর গলাতে
খ. গলগন্ড নির্ণয়ে
গ.কিডনি পাথর গলাতে
ঘ. নতুন পরমাণু তৈরিতে
উত্তর: খ

৫২। জীবজগত এর জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি?
ক. আল্ফা
খ. বিটা
গ. গামা
ঘ. আল্ট্রাভায়োলেট
উত্তর: গ

৫৩। বেতার তরংগ কয় ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ

৫৪। কোন রশ্মি নিখুঁতভাবে সমান্তরাল?
ক. লেজার
খ. গামা
গ. আল্ট্রাভায়োলেট
ঘ. সবগুলো
উত্তর: ক

৫৫। এক্সরের উৎস নিচের কোনটি?
ক. ফিশন বিক্রিয়া
খ. ফিউশন বিক্রিয়া
গ. এক্সরে টিউব
ঘ. কোনটিই নয়
উত্তর: গ

৫৬। নিচের কোনটি জীবনানন্দ দাশের উপন্যাস নয় ?
ক. মাল্যদান
খ.সুতীর্থ
গ. কল্যাণী
ঘ. কবিতার কথা
উত্তর: ঘ
৫৭। জীবনানন্দ দাশের প্রথম কবিতা কোনটি?
ক. কবিতার কথা
খ. রুপসী বাংলা
গ. ঝরা পালক
ঘ. বর্ষা আবহন
উত্তর: ঘ
৫৮। কোন বিদেশি সাহিত্যিক জীবনানন্দ দাশের উপর পিএইচডি অর্জন করেছেন ?
ক. এডগার এলেন পো
খ. ডব্লিউ বি ইয়েটস
গ. ক্লিনটন বি সিলি
ঘ. ভিক্টোরিয়া ওকম্পা
উত্তর: গ
৫৯। জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে ‘ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ?
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. রুপসী বাংলা
গ. ঝরা পালক
ঘ. মহাপৃথিবী
উত্তর: খ
৬০। জীবনানন্দ দাশকে ‘চিত্ররুপ ময় কবি’ হিসেবে উল্লেখ করেছেন ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বুদ্ধদেব বসু
গ. বিষ্ণু দে
ঘ. কাজী নজরুল ইসলা
উত্তর: ক
৬১। জসীম উদদীন এর প্রথম কাব্য কোনটি?
ক. ধানক্ষেত
খ. বালুচর
গ.রাখালী
ঘ.মাটির কান্না
উত্তর: গ
৬২। পল্লী গীতির সংগ্রাহক কে?
ক. জীবনানন্দ দাশ
খ. মনসুর বয়াতি
গ. দীজ কানাই
ঘ. জসীম উদ্দীন
উত্তর: ঘ
৬৩। জসীম উদদীন এর কোন গ্রন্থটি ইউনেস্কো কর্তৃক Gypsy Wharf শিরোনামে অনূদিত হয় ?
ক. নক্সী কাঁথার মাঠ
খ. রাখালী
গ. সোজন বাদিয়ার ঘাট
ঘ. কবর
উত্তর: গ
৬৪। নিচের কোনটি ভিন্ন ?
ক. পদ্মাপাড়
খ. বেদের মেয়ে
গ. পল্লী বধু
ঘ. এক পয়সার বাঁশি
উত্তর: ঘ
৬৫। নিচের কোনটি জসীম উদদীন এর উপন্যাস ?
ক. রঙ্গিলা নায়ের মাঝি
খ. গাঙ্গের পাড়
গ. চলে মুসাফির
ঘ. বউটুবানির ফুল
উত্তর: ঘ
৬৬। ‘খয়ের খাঁ’ এখানে ‘খয়ের’ কোন ধরনের উপসর্গ ?
ক.ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. উর্দু
উত্তর: খ
৬৭। ‘নিমরাজি’ । এখানে ‘নিমরাজি’ কোন ধরনের উপসর্গ ?
ক.ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. উর্দু
উত্তর: ক

৬৮। উপসর্গগুলো কোন পদ ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তর: ঘ
৬৯। অনাবৃষ্টি, অজমূর্খ, অচিন প্রভৃতি শব্দগুলো কোন উপসর্গ দিয়ে গঠিত ?
ক. দেশি
খ. তৎসম
গ. সংস্কৃত
ঘ. ফারসি
উত্তর: ক
৭০। কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে?
ক. সমভিব্যাহার
খ. অনা, অজ, অ, কদা
গ. প্র, পরা, পরি, প্রতি
ঘ. আ, সু, নি, বি
উত্তর: ঘ
৭১. গঙ্গার পানি বণ্টন চুক্তি কত বছরের জন্য করা হয়?
ক. ৩০ বছরের জন্য
খ. ১২ বছরের জন্য
গ. ১০ বছরের জন্য
ঘ. ২৫ বছরের জন্য
উত্তর: ক
৭২. জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ কয়টি?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তর: ঘ
৭৩. দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল?
ক. জার্মানীকে ১ম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয়।
খ.আমেরিকার স্বাধীনতা লাভ
গ. ব্রিটেন ২য় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দানে বাধ্য হয়
ঘ. জাতিপুঞ্জ গঠন
উত্তর: ক
৭৪. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়
কত সালে-
ক. ১৯৯৬
খ.১৯৯৭
গ.১৯৯৮
ঘ. ১৯৯৯
উত্তর: খ
৭৫.ডেটন চুক্তি সংশ্লিষ্ট বিষয়-
ক. বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের অবসান
খ. ভিয়েতনাম যুদ্ধের অবসান
গ. ১৭ ডিগ্রী অক্ষরেখায় দুই কোরিয়া বিভক্তি
ঘ. অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন
উত্তর: ক
৭৬. মন্ট্রিল প্রটোকলের ৫ম সংশোধনী কোথায় গৃহীত হয়?
ক.বেইজিং, চীন
খ.মন্ট্রিল, কানাডা
গ.কিগালি, রুয়ান্ডা
ঘ.লন্ডন, কানাডা
উত্তরঃ গ
৭৭. জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
ক. ২০১৫
খ. ২০১৬
গ. ২০১৭
ঘ. ২০১৮
উত্তরঃ গ
৭৮. প্যারিস চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক.রোম, ইতালি
খ.জেনেভা, সুইজারল্যান্ড
গ.প্যারিস, ফ্রান্স
ঘ.নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
৭৯. প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় কবে?
ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৯

উত্তরঃ ক
৮০. মুক্ত বাণিজ্য চুক্তি ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (TTIP) চুক্তি স্বাক্ষরিত হয়–
ক.যুক্তরাষ্ট্র ও ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনসের (USAN) মধ্যে
খ.যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নের (AU) মধ্যে
গ.যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (EU) এর মধ্যে
ঘ.যুক্তরাষ্ট্র ও আরব লীগের মধ্যে
উত্তরঃ গ
৮১. বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে?
ক. ২০১৫
খ. ২০১৬
গ. ২০১৭
ঘ. ২০১৮
উত্তরঃ গ
৮২. ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. অটোয়া
ঘ. রোম
উত্তরঃ গ
৮৩. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: গ

৮৪. শাত ইল আরব জলাধারকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম
ক. বৈরুত চুক্তি
খ. আলজিয়ার্স চুক্তি
গ. দামেস্ক চুক্তি
ঘ. তেহরান চুক্তি
উত্তর: খ
৮৫. ১৯৭৮ সালে মিশর ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি
ক. প্যারিস
খ. জেনেভা
গ. ক্যাম্প ডেভিড
ঘ. ডেটন
উত্তর: গ
86) The word ‘Blue book’ means
a) Literary work
b) Government publication
c) Records of court
d) copy of judgment
ans: b
87) Dilly- Dally means
a) to mange time
b)to waste time
c) to manage situation
d) to give up
ans: b
88) Prima facie means
a) at first view
b) main cause
c) prime figure
d) prime accused
ans: a
89) The idiom ‘ a hot potato’ means
a) a current issue
b) a potato just baked
c) a burnt potato
d) an old issue
ans: a
90) `Discipline is on the wane in schools and colleges these days. Here ‘on the wane’ means
a) increasing
b) spiraling
c) spreading
d)declining
ans: d
91) `Free and easy’ means
a) openly
b)gradually
c)verbally
d)frankly
ans: d
92) `Achilles heel’ means
a) the heel of Achilles
b) the strength of Achilles
c) the fault of Achilles
d) the weak point of a person
ans: d
93) He passed himself off as a noble man . here ` passed himself off’ means
a) was looked upon
b) pretended to be
c) was regarded as
d) was thought to be
ans: b
94) `To fight shy of’ means
a) to adopt
b) to snatch
c) to quarrel
d) to avoid
ans: d
95) Bon ton means
a) a good faith
b) 100 ton
c) fashionable society
d) the fine art
ans: c
96) `Impasse’ means
a) a deadlock
b) uncertain
c) Without delay
d) the present status
ans: a
97) `Status Quo’ means
a) a deadlock
b) uncertain
c) Without delay
d) the present status
ans: d
98) `Sine mora’ means
a) a deadlock
b) uncertain
c) Without delay
d) the present status
ans: c
99) `Minutes’ means
a) unit of time
b)to follow
c)Timely
d) official written records
ans: d
100) What is the meaning of ‘Chauvinism’ ?
a) friendly nature
b) a stronger from abroad
c) living permanently
d) excessive patriotism
ans: d