৫০টি ফটোশপ শর্টকাট, যার মাধ্যমেআপনার কাজের গতি বাড়বে বহুগুন।
১। Show and hide the layers panel
WINDOWS বা MAC আপনি যেটাই ব্যাবহার করেন না কেন, কিবোর্ডের F7 চেপে ফটোশপের লেয়ার পেনেলকে খুব সহজেই Show বা hide করা যায়। একই গ্রুপে থাকায় এর মাধ্যমে আপনি চ্যানেল এবং পাথ প্যানেলকেও Show/hide করতে পারবেন।
২। Scroll through the Layers
কাজের সময়ে শত শত লেয়ার নিয়ে কাজ করতে হয় এবং প্রয়োজনে দরকারি লেয়ারটি খুঁজে পেতে মাউস দিয়ে স্ক্রোল করে উপর নিচ করে খুঁজে নিতে হয়। এক্ষেত্রে আপনি WINDOWS এর Alt + [ ] অথবা MAC এর Option + [ ] দিয়ে লেয়ার পেনেলের উপর নিচে যেতে পারবেন। বাম [ টি নিচে নামার জন্য এবং ডান ] টি উপরের লেয়ার গুলুতে উঠার জন্য ব্যবহার করা হয়।
৩। Create New layer
নতুন লেয়ার নেয়ার জন্য WINDOWS এর Shift+Ctrl+N অথবা MAC হলে Shift+Cmd+N চাপুন।
৪। Create new layer behind selected layer
কোন একটি নির্দিষ্ট লেয়ারের নিচে নতুন কোন লেয়ার নেয়ার দরকার হলে WINDOWS থেকে Ctrl+New Layer Icon অথবা MAC হলে Cmd+New Layer icon এ ক্লিক করুন।
৫। Fill a layer
কোন খালি লেয়ারকে Foreground বা Background Color দিয়ে Fill করার জন্য WINDOWS থেকে Alt+Delete (Foreground) বা Ctrl+Delete (Background) এবং MAC থেকে Alt+Backspace (Foreground) বা Cmd+Backspace (Background) শর্টকাট টি ব্যাবহার করতে পারেন। অ্যারও অনেক ভাবে এটা দিতে পারবেন।
৬। Flatten layers
একাধিক লেয়ারকে একটি লেয়ারে নিয়ে আসাকে Flatten layer বলা হয়। মানে হল আপনি ১০টি লেয়ারের কাজ গুলুকে একটি নতুন লেয়ারে নিয়ে আসতে চাচ্ছেন। তখন সবার উপরে একটি নতুন লেয়ার নিতে হবে এবং এই শর্টকাটটি ব্যবহার করবেন
WINDOWS: Ctrl+Alt+Shift+E
MAC: Cmd+Alt+Shift+E
৭। Merge visible layers
সবগুলো লেয়ারকে Merge করে একটি লেয়ার তৈরি করার শর্টকাট হল WINDOWS: Ctrl+Shift+E এবং MAC: Cmd+Shift+E তবে সাবধান! এক্ষেত্রে Merge করার পর Merge লেয়ার থেকে আপনি কিন্তু পুনরায় আগের আলাদা আলাদা লেয়ারে ফেরত যেতে পারবেন না।
৮। New layer copy
কোন লেয়ারকে copy করতে WINDOWS: Ctrl+J এবং MAC: Cmd+Shift+J ব্যাবহার করুন।
৯। Bring layer to top of stack
কোন একটি নির্দিষ্ট লেয়ারকে ফটোশপের অন্যসব লেয়ারের একদম উপরে নিয়ে আসার জন্য
WINDOWS: Ctrl+Shift+] এবং MAC: Cmd+Shift+]
১০। Send layer to bottom of stack
কোন একটি নির্দিষ্ট লেয়ারকে ফটোশপের অন্যসব লেয়ারের একদম নিচে নিয়ে আসার জন্য
WINDOWS: Ctrl+Shift+[ এবং MAC: Cmd+Shift+[
১১। Bring layer forward
কোন লেয়ারের কোন ছবিকে সামনে নিয়ে আসার জন্য WINDOWS: Ctrl+] অথবা MAC: Cmd+]
১২। Send layer back
কোন লেয়ারের কোন ছবিকে পিছনে নিয়ে যাওয়ার জন্য WINDOWS: Ctrl+[ অথবা MAC: Cmd+[
১৩। Copy multiple layers
একসাথে অনেকগুলো লেয়ার Copy করার জন্য লেয়ার গুলো Select করে WINDOWS থেকে Shift+Ctrl+C বা MAC থেকে Shift+Cmd+C ব্যাবহার করুন।
১৪। Reselect
কোন ইমেজ থেকে কিছু কেটে বাদ দেয়ার সময়ে ভুলে অন্য কোথাও ক্লিক করে সিলেকশন চলে গেলে WINDOWS থেকে Ctrl+Shift+D বা MAC থেকে Cmd+Shift+D দিয়ে পুনরায় সিলেকশন ফিরিয়ে আনা যায়।
১৫। Invert selection
ফটোশপে কোন ইমেজ বা অন্য কিছুর কোন অংশ সিলেক্ট করার পর তার চারপাশের যা সিলেকশন হয়নি সেগুলকে সিলেক্ট করার জন্য WINDOWS: Ctrl+Shift+I বা MAC: Cmd+Shift+I চাপুন। অর্থাৎ এটা সিলেকশনের বিপরীত দিকটাকে সিলেক্ট করবে।
১৬। Select all layers
ফটোশপের সবগুলো লেয়ারকে একসাথে Select করার জন্য WINDOWS থেকে Ctrl+Alt+A অথবা MAC থেকে Cmd+Opt+A চাপুন।
১৭। Select bottom layer
লেয়ার পেনেলের একদম নিচের লেয়ারকে Select করার জন্য WINDOWS হলে Alt+, এবং MAC হলে Opt+, চাপুন।
১৮। Select top layer
লেয়ার পেনেলের একদম উপরের লেয়ারকে Select করার জন্য WINDOWS হলে Alt+. এবং MAC হলে Opt+. চাপুন।
১৯। Deselect from the selection area
কোন সিলেকশন জায়গা থেকে কিছু সিলেকশন বাদ দিতে হলে WINDOWS: Alt+drag বা MAC: Opt+drag অর্থাৎ Alt/Opt চেপে ধরে মাউস Drag করে সিলেকশন বাদ দিতে হবে।
২০। Deselect the entire image
সম্পূর্ণ ইমেজ বা সিলেকশন বাদ দিতে হলে WINDOWS থেকে Ctrl+D বা MAC থেকে Cmd+D চাপুন।
২১। Find the sizing handles
যখন কোন Image বা Object কে কপি করে এনে পেস্ট করা হয় অথবা নতুন Ad করা হয় তখন সেটা যদি আকারে বেশি বড় হয়ে যায় সেটাকে সঠিক সাইযে নিয়ে আসার জন্য WINDOWS থেকে প্রথমে Ctrl+T এবং পরে Ctrl+0 চাপুন। এতে করে সাইজ ছোট বড় করার হ্যান্ডলটি দেখা যাবে। MAC এর জন্য Cmd+T এবং Cmd+0
২২। Move a selection
Select করা কোন কিছু কে সহজে মুভ করার জন্য WINDOWS থেকে Spacebar+Marquee tool অথবা MAC হলে Spacebar+Marquee tool ব্যাবহার করুন। প্রথমে Marquee tool নিয়ে Spacebar কে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত Marquee tool টি আপনার সিলেকশন করার জায়গায় না আসছে।
২৩। Select individual channels
ফটোশপের অন্য টুলস গুলোর থেকে Channels ব্যাবহার করে অনেক সহজে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক জটিল Object বাদ দেয়া যায়। আর শর্টকাটে এই কাজটি আরও বেশি সহজ। WINDOWS: Ctrl+3 (red), 4 (green), 5 (blue) অথবা MAC: Cmd+3 (red), 4 (green), 5 (blue)
২৪। Select a colour from an image
ফটোশপ ব্রাশ ব্যাবহার করার সময়ে যদি কোন ইমেজ থেকে কোন রং সিলেক্ট করার প্রয়োজন হয় তখন WINDOWS থেকে Alt+Brush tool বা MAC থেকে Opt+Brush tool দিয়ে খুব সহজে সেটা করা যায়।
২৫। Increase/decrease brush size
ব্রাশ সাইজ ছোট বড় করতে WINDOWS থেকে ]/[ বা MAC থেকে ]/[ চাপুন।
২৬। Fill
কোন সিলেকশনকে Foreground Color দিয়ে Fill করার জন্য WINDOWS: Shift+F5 অথবা MAC: Shift+F5 চাপুন।
২৭। Increase/decrease brush hardness
ব্রাশের Hardness বা ঘনত্ব কম বেশি করার জন্য WINDOWS থেকে }/{ বা MAC থেকে }/{ চাপুন।
২৮। Previous/next brush
সিলেক্ট করা ব্রাশের আগের বা পরের ব্রাশ গুলোতে মুভ করার জন্য WINDOWS: ,/. বা MAC: ,/.
২৯। First/last brush
একদম প্রথম বা শেষের ব্রাশটি সিলেক্ট করতে হলে WINDOWS/ MAC থেকে </> চাপুন।
৩০। Toggle airbrush option
ফটোশপের Airbrush Tool ব্যাবহার করে spraying painting করার সময়ে WINDOWS থেকে Shift+Alt+P অথবা MAC থেকে Shift+Opt+P চেপে খুব সহজে করা যায়।
৩১। Save for web & devices
CMYK Mood এ ডিজাইন করার পর Image save করলে কালার নিয়ে সমস্যা হয়। সেক্ষেত্রে WINDOWS: Ctrl+Shift+Alt+S এবং MAC: Cmd+Shift+Opt+S শর্টকাটের মাধ্যমে সেভ করলে আর সমস্যা হয়না।
৩২। Levels
যারা ফটোশপে ছবি Editing নিয়ে কাজ করেন তাদের Level Box অনেক বেশি ব্যাবহার করা হয়। সেক্ষেত্রে এই শর্টকাট কাজটিকে আরও সহজ করে দিবে। WINDOWS: Ctrl+L বা MAC: Cmd+L চেপে Level সিলেক্ট করুন।
৩৩। Free Transform
ফটোশপে ছবি বা কোন কিছুকে সাইজ ছোট বড় করার জন্য Free Transform tool ব্যাবহার করা হয় যেটা WINDOWS থেকে Ctrl+T বা MAC থেকে Cmd+T চেপে একটিভ করা যায়।
৩৪। Curves
কোন ছবি ইডিট করার সময়ে ছবিতে ব্যাবহার করা Curves ইডিট করতে WINDOWS এর Ctrl+M বা MAC এর Cmd+M চাপুন।
৩৫। Color Balance
ছবির Color Balance ঠিক করার জন্য অপশনটি আনতে WINDOWS থেকে Ctrl+B অথবা MAC এ Cmd+B চাপুন।
৩৬। Hue/Saturation
ছবির Color Balance ঠিক করার আরেকটি গুরুত্বপূর্ণ টুলস হল Hue/Saturation। শর্টকাট WINDOWS: Ctrl+U বা MAC: Cmd+U
৩৭। Desaturate
রঙ্গিন ছবিকে কালার মুড ঠিক রেখে Grayscale এ রুপান্তর করাই হল Desaturate। শর্টকাট WINDOWS: Ctrl+Shift+U বা MAC: Cmd+Shift+U
৩৮। Quick image fixes
Auto Tone
WINDOWS: Shift+Ctrl+L
MAC: Shift+Cmd+L
Auto Contrast
WINDOWS: Alt+Shift+Ctrl+L
MAC: Opt+Shift+Cmd+L
Auto Color
WINDOWS: Shift+Ctrl+B
MAC: Shift+Cmd+B
৩৯। Lens correction
ক্যামেরায় ছবি তুললে অনেক সময় ল্যান্স ফোকাস ঠিক মতো হয়না বা ছবির সম্পূর্ণটা ল্যান্সের কিছু এডিট করার দরকার হয়। সেক্ষেত্রে Lens correction ব্যাবহার করা হয় যার শর্টকাট WINDOWS: Shift+Ctrl+R অথবা MAC: Shift+Cmd+R
৪০। Camera Raw Filter
ফটোশপে যেকোনো ছবিকে এডিট করে বাস্তবিক রুপ প্রদানে Camera Raw Filter এর গুরুত্ব অনেক। ফটোশপের পুরনো ভার্সন গুলোতে এটা না থাকলেও ফটোশপ সি সি তে এটা ফিলটার হিসেবে দেয়া আছে। শর্টকাট WINDOWS: Shift+Ctrl+A অথবা MAC: Shift+Cmd+A
৪১। Content Aware Scale
যেকোনো ছবিকে নিজের পছন্দ মতো এঙ্গেলে সেট করতে Content Aware Scale এর বিকল্প নেই। শর্টকাট WINDOWS: Ctrl+Shift+Alt+C বা MAC: Cmd+Shift+Opt+C
৪২। Content-Aware Move
ফটোশপ সি সি এর latest content-aware tool দিয়ে ছবির কোন Object কে ইচ্ছে মতো চারপাশে মুভ করা যায় যার শর্টকাট MAC AND WINDOWS: Shift+J
৪৩। Create clipping mask
Create clipping mask করার শর্টকাট WINDOWS: Ctrl+Alt+G অথবা MAC: Cmd+Opt+G
৪৪। Blending modes
WINDOWS: Shift++ or –
MAC: Shift++ or –
৪৫। Black and white dialogue box
রঙ্গিন ছবিকে সাদা কালোতে রুপান্তর করতে এই শর্টকাট ব্যাবহার করে কাজের গতি বৃদ্ধিতে কোন বিকল্প নেই। WINDOWS: Shift+Ctrl+Alt+B বা MAC: Shift+Cmd+Opt+B
৪৬। Change image size
ছবির সাইজ পরিবর্তনের অপশন খুঁজে পেতে WINDOWS থেকে Ctrl+Alt+i অথবা MAC থেকে Cmd+Opt+i
৪৭। Close and go to Bridge
যেকোনো ডকুমেন্ট বন্ধ করে এডোবি ব্রিজ থেকে পরবর্তী নতুন কোন প্রোজেক্ট শুরু করতে WINDOWS থেকে Ctrl+Shift+W এবং MAC থেকে Cmd+Shift+W
৪৮। Align text left/centre/right
WINDOWS: Ctrl+Shift+L/C/R এবং MAC: Cmd+Shift+L/C/R
৪৯। Show/Hide selection on selected type
Selection বা Selected type হাইড বা লুকানর জন্য WINDOWS থেকে Ctrl+H বা MAC হলে Cmd+H
৫০। Adaptive Wide Angle
এর মাধ্যমে যেকোনো ছবির আঁকা বাকা কোন লাইন থাকলে সেটাকে খুব সহজে সোজা বানিয়ে দেয়া যায়। পেনারমা বা Wide-angle lenses দিয়ে তোলা ছবিতে এর ব্যাবহার বেশি হয়। শর্টকাট WINDOWS: Opt+Shift+Ctrl+A এবং MAC: Opt+Shift+Cmd+A