কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি বিসিএস প্রস্তুতি pdf আমার এই বিষয়ে পরামর্শ দিয়ে যাওয়া নিতান্তই ধৃষ্টতা, তবুও দেখাতে হচ্ছে কেবল যারা ফোনে/ম্যাসেজে পরামর্শ পাওয়ার জন্য আমাকে উপযুক্ত মনে করছেন তাদের জন্য।
এই লেখাটি দুইটি ভাগে বিভক্ত করে লিখছিঃ
প্রথমত কীভাবে পড়তে হবে
দ্বিতীয়ত কী পড়তে হবে।
কেন বিসিএসই আপনার পছন্দের জায়গা-সে বিশ্লেষণে না গিয়ে আমি আপনাকে পরিষ্কার হতে বলবো “আপনি কি আসলেই বিসিএসকেই প্রথম পছন্দের জায়গাতে রাখতে পেরেছেন কিনা?” যদি পারেন, তাহলে আপনার জন্য আমার কিছু পরামর্শঃ
 সর্বক্ষণ আপনাকে একটা অনুসন্ধিৎসু দৃষ্টি রাখতে হবে, পড়াশোনা সবসময় টেবিল-চেয়ার আর বই-পুস্তকে সীমাবদ্ধ না রেখে শিখতে হবে সবকিছু থেকেই।

কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি


 পড়াশোনার প্রায়োগিক দিকটার দিকে সতর্ক ও যথাযথ দৃষ্টি রাখতে হবে। আপনি যখন যা করবেন, তাই হবে সর্বোচ্চ শুদ্ধতার মাপকাঠি। পরিশুদ্ধ রুচিশীল একজন মানুষই কেবল এটা পারবে।
 খুব বেশি পড়াশোনা না করে আপনি নিজেকে আবিষ্কার করুন কীভাবে কম সময়ে আপনি আয়ত্বে রাখতে পারবেন এই সমুদ্রসম সিলেবাস। এখানে যে যতো কৌশলী, সে ততো অগ্রগামী।
 অনেকেই নোট করে, কেউ আবার আন্ডারলাইন করে, কেউ বা বই-পত্রিকা কেটে রেখে নিজেদের সিলেবাসকে সহজ করে নেন। আপনাকে খুঁজে বের করতে হবে কোনটি আপনার জন্য বেশি সহায়ক, তাই করুন।
 পড়াশোনা নিজে নিজে না করে সামষ্টিকভাবে করলে অনেকের ক্ষেত্রেই বেশি ফলদায়ক হয়, সেক্ষেত্রে আপনার সঙ্গী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যাদের আপনি পছন্দ করেন বা যাদের সাথে আপনার রুচি-পছন্দ ও স্বপ্নের সামঞ্জস্যতা পাবেন, তারাই হোক আপনার পড়ার সাথী।

কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি


 পরামর্শ পাবেন অনেকের কাছেই, সব পরামর্শ মেনে চলা সম্ভব না, দরকারও নাই। বেছে নিন যেগুলো আপনার সাথে মানানসই, সেগুলোই শুধু মেনে চলুন।
 নিজেকে অন্যদের থেকে পশ্চাৎপদ ভাবার আগে নিজের শক্তিশালী জায়গাগুলোকে প্রাধান্য দিবেন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।
 নিজেকে প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবেন। অহমিকা, অহংকার আর আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে নিজেকে উপস্থাপন করুন একজন বিনয়ী, সদালাপী ও পরিমিত মানুষ হিসেবে কারণ একজন প্রতিষ্ঠিত মানুষের কাছে মানুষ শুধু অগাধ জ্ঞানই আশা করে না; বরং সর্বোত্তম ব্যবহার ও অনুকরণীয় একটা চরিত্র হিসেবেই তাঁকে পেতে চায়।
এই কাজগুলোর দিকে ভালোকরে খেয়াল করে দেখুন- কোনোরকম চাপমুক্তভাবে আপনি যদি এসব নিজের সাথে মানিয়ে নিতে পারেন তাহলে বিসিএস আপনার জন্যই।
.
এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরের আলোকে কিছু পরামর্শঃ
এক্ষেত্রে দুই ধরণের পরামর্শ হতে পারে। যাদের হাতে যথেষ্ট সময় আছে, তারাই কেবল ভালো করে প্রস্তুতি নিয়ে নিজেদের প্রস্তুত করতে পারবেন। এগিয়ে থাকবেন তারাই, যাদের হাতে এখনো কয়েকবছর সময় আছে আবেদনের যোগ্যতা অর্জন করবার। কিন্তু যাদের চতুর্থ বর্ষ চলমান কিংবা শেষ, পরে এসে ভাবছেন বিসিএসের কথা তাদের জন্য একটু কঠিন হলেও পর্যাপ্ত সময় বের করতে হবে। দৈনিক কতো ঘণ্টা পড়বেন? সময়ের পরিমাণ আপনার নিজের উপর নির্ভরশীল বলেই উল্লেখ করাটা অপ্রাসঙ্গিক। তবে সেটা ৫ ঘণ্টার কম নয় এবং হতে হবে নিয়মিত।
বেশি সময় বের করতে বললাম কারণ আপনাকে রেফারেন্স বইগুলো পড়ে ফেলতে হবে। এতে আপনার জ্ঞানের গভীরতার পাশাপাশি আত্মবিশ্বাসও শক্তিশালী হবে।
 ইংরেজিঃ
Grammar অংশের জন্য আপনার সহায়ক বই হতে পারে-
1) Common Mistakes in English by T. J. Fitikides
2) Essential Grammar in Use by Raymond Murphy
3) English for Competitive Exams by Md Fazlul Haque
4) Compact (University Admission Guide) By UCC Prakashan
5) S@ifur’s Vocabulary

কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি


যদি ইংরেজি সাহিত্যের ছাত্র না হোন তাহলে সাহিত্য অংশটি আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং, সেক্ষেত্রে একটি নয়; অনেকগুলো বই, নোট আপনাকে সহযোগিতা করবে।
1) A comprehensive approach to English Literature by Majharul Islam
2) Miracle by Oracle Prakashan
3) A handbook on English Literature by Sharif Hossain Ahmad Chowdhury
.
 বাংলাঃ
ব্যাকরণ অংশে-
ক) বাংলা ভাষার ব্যাকরণঃ ৯ম-১০ম শ্রেণি
খ) বিসিএস বিষয় বাংলাঃ ড. সৌমিত্র শেখর
গ) প্রবাদের উৎসসন্ধানঃ সমর পাল
ঘ) প্রমিত বাংলা বানানের নিয়মঃ বাংলা একাডেমি
সাহিত্য অংশে-
ক) লাল নীল দীপাবলিঃ হুমায়ুন আজাদ
খ) কতো নদী সরোবরঃ হুমায়ুন আজাদ
গ) বাংলা সাহিত্যের ইতিহাসঃ মাহবুবুল আলম

কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি
.
 গণিত ও মানসিক দক্ষতাঃ
১) সিলেবাস অনুসারে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির পাঠ্য বই
২) BCS Shortcut Math by Mohammad Arifur Rahman
৩) S@ifur’s Math/ Mentors’ Math Q Bank
৪) মানসিক দক্ষতাঃ ওরাকল গাইড (লিখিত)
.
 বিজ্ঞানঃ
১) সাধারণ বিজ্ঞান (৬ষ্ঠ থেকে ৯ম)
২) পদার্থ ও রসায়ন বিজ্ঞান (৯ম)
.
 বাংলাদেশ বিষয়াবলিঃ
১) অসমাপ্ত আত্মজীবনীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২) কারাগারের রোজনামচাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩) বাংলাদেশের সংবিধান
৪) মূলধারা ৭১- মঈদুল হাসান
৫) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসঃ মুনতাসির মামুন ও মাহমুদুর রহমান
৬) বাংলাদেশ ও বিশ্বপরিচয়- (৬ষ্ঠ-৯ম)
৭) বাংলাদেশের তারিখঃ মুহাম্মদ হাবিবুর রহমান

কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি
.
 আন্তর্জাতিক বিষয়াবলিঃ
১) বিশ্ব রাজনীতির ১০০ বছরঃ তারেক শামসুর রেহমান
২) নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতিঃ তারেক শামসুর রেহমান
৩) আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতিঃ শাহ মুহাম্মদ আব্দুল হাই
৪) আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতিঃ মোঃ আবদুল হালিম
.
 কম্পিউটারঃ
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক)
২) Easy কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
 ভূগোল ও পরিবেশঃ
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল বই
 নৈতিকতা ও মূল্যবোধঃ
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল বই
.

কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি


গাইড বইঃ
গাইড বইয়ের উপর পুরোপুরি ভরসা না করা গেলেও আপনার প্রস্তুতিকে গতিশীল করবে। সেক্ষেত্রে ইংরেজি + বাংলা + কম্পিউটারের জন্য MP3, বাংলাদেশ + আন্তর্জাতিক বিষয়াবলি + ভূগোল + নৈতিকতা মূল্যবোধের জন্য অ্যাসিওরেন্স, গণিত + মানসিক দক্ষতা + বিজ্ঞানের জন্য ওরাকল এবং ডাইজেস্ট প্রফেসর’স ও অ্যাসিওরেন্স প্রকাশনী থেকে আমার ভালো লেগেছে।
.
কোচিং বিষয়ে পরামর্শঃ আমার মনে হয়েছে, বিশেষ কিছু ক্লাস করা যেতে পারে। যেমন গণিত, ব্যাকরণ, গ্রামার বা বিজ্ঞানের দুর্বলতা কাটানোর জন্য জটিল অধ্যায়ের উপর ক্লাস। তবুও নিজে পারলেই সবচেয়ে ভালো। কোচিং-এ ভর্তি হলেও সব ক্লাস উপকারী হয়না, এতে সময় অপচয় হয় অনেকক্ষেত্রেই।
.
এসবের পাশাপাশিঃ নিয়মিত একাধিক পত্রিকা পড়া, বিবিসি সংবাদ শোনা, কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ডাইজেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ সংখ্যা, Zakir’s BCS specials ফেসবুক পেইজ আপনাকে এগিয়ে রাখবে।
.
সর্বোপরি, আমার এই লেখার নতুন এবং ইতিবাচক কোনো দিক যদি আপনার প্রস্তুতিতে সামান্যতমও সহায়ক হয়, সেখানেই আমার সার্থকতা।
(আমি নিজে দোয়াপ্রত্যাশী এবং শুভ কামনা রইল সবার জন্য)

কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি