আলেক্সাদ্রা আসানোভানা এলবাক্যান (Alexandra Asanovna Elbakyan) অসম্ভব সাহসী এক নারীর নাম। আলেক্সাদ্রার জন্ম তৎকালীন সোভিয়েত এবং বর্তমান কাজাকিস্থানে। পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী ও প্রোগ্রামার। এই নারীর জন্য বিশ্বে অনেক বিজ্ঞানী বিনা খরচে বিভিন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্র এক ক্লিকে ডাউনলোড করতে পারে। আলেক্সাদ্রা জানিয়েছেন যে প্রতিদিন অন্তত ৪ লক্ষ আর্টিকেল ডাউনলোডের জন্য রিকোয়েস্ট পান। এই সাইটে আর্টিকেল সংখ্যা প্রতিনিয়ত আপডেট করা হয়। উইকিপিডিয়ার তথ্য মতে ২০২০ সালে ৯৫ মিলিয়ন বা ৯.৫ কোটি আর্টিকেল এখানে দেওয়া আছে। এর ফলে বাংলাদেশসহ অন্যান্য তৃতীয় গরিব বিশ্বের জন্য এইটা বিশাল উপকারী সাইট। এই সাইটের কারণে আমরা গবেষণা চালিয়ে যেতে সহজ হয়েছে। আমি নিজে আজকেও ৪ টি আর্টিকেল ডাউনলোড করেছি। এর দুটি আর্টিকেল ক্যাম্পাস থেকে ফ্রি ডাউনলোড করা যেত কিন্তু বাসা থেকে নয়।
এলবাক্যানকে বলা হয়ে থাকে “Pirate Queen of Science”! বিজ্ঞানে যারা ম্যাটার এইরকম সেরা ১০ জনের মধ্যে একজন হিসাবে এলবাক্যানকে নির্বাচন করে বিশ্বসেরা জার্নাল নেচার। তাই তার জীবনটা এমন আঁকাবাঁকা পথেই যাচ্ছে। কিন্তু বিপদেও সে দমে যায়নি। পাবলিশাররা যতই তাকে গালাগালি ও মামলা করুক সে আমাদের সেবা করতে বদ্ধপরিকর। তাদের দৃষ্টিতে অন্যায় করছে বটে। তাদের দৃষ্টিতে আমাদের নীলক্ষেতও অন্যায় করছে। তাকে খ্যাতিমান পাবলিসিং হাউস যেমন Elesevier আমেরিকায় তার বিরুদ্ধে মামলা করে দেয়। গতকাল দেখলাম Elsevier and Wiley ভারতে তার বিরুদ্ধে মামলা করে দেয়। এই দুই পাবলিশার ভারতকে চাপ দিচ্ছে তারা যেন Sci hub সাইটটি বন্ধ করে দেয়। তবে ভারতীয় বিজ্ঞানীরা মনে করে এলবাক্যানের Sci hub সাইটটি ব্যতীত গবেষণা চালিয়ে যাওয়া কঠিন।
যে যাই বলুক আমি এই মহিয়সী, সাহসী এবং বিপ্লবী নারীকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই।